বাংলাদেশের রাজনীতি ও বিশ্ব রাজনীতি !!!Bangladesh politics and world politics !!!
Bangladesh politics and world politics !!!
In this context, some of the king's principles that exist, that is, the politics of monarchy, we are the first judgment of ignorance in Ayam. The majority would be the head of the society. . Righteousness, devotion, truth and falsehood were far above. However, the great man of the world appeared after removing all the darkness. He came to the world. And after that all the royal principles were religious. Imam Hassan, Hussein, Muawiyah Yazid, the fall of the Raj Tantra and the coup d'etat of democracy.
Politics is the name given to the Pala period, Maurya period, Mughal period, Mongol period, Ottoman Empire, Napoleon, Hitler, English, Pakistani and Bangladesh based on their religious majority. But what we are seeing now is that the atheists are responsible for the survival of atheists, not just talking about imperialist communist secularism, but people of all religions have to come out of it. .
বাংলাদেশের রাজনীতি ও বিশ্ব রাজনীতি !!!
এরই প্রেক্ষিতে কিছু কথা , রাজার নীতি যাহাতে বিদ্যামান অর্থাৎ রাজারনীতি রাজনীতি আমরা প্রথমে আইয়ামে জাহিলিয়াতের যজা, সেখানে আলোচিত ঘটনাবলীর মধ্যে মেয়েদেরকে জ্যান্ত কবর দেওয়া ,পুরুসদের জেনার পাত্র বানানো এবং মেলায় গদ্যের আসর বসানো হতো বিভিন্ন উপাসনালয়ের বিভিন্ন দেবতাদের মানা হতো , সেখানে রাজনীতি ছিল ধর্মকেন্দ্রিক ধর্মের লোক সংখ্যাগরিষ্ঠতায় সমাজের প্রধান হত। । ন্যায়- নিষ্ঠা , সত্য- মিথ্যা ছিল অনেক ঊর্ধ্বে তারপরও সমস্ত অন্ধকার দূর করে পৃথিবীর মহামানবের আবির্ভাব তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন একমাত্র স্রষ্টার ধর্মে দীক্ষা নিয়ে মঙ্গলের দিকে আহবান করতে থাকলেন , তারপর খিলাফত আন্দোলন খোলাফায়ে রাশেদীনের যুগ শুরু হয় 634 খ্রিস্টাব্দে ,এরপর থেকে পূর্বে ও পরে সকল রাজ নীতি ছিল ধর্মকেন্দ্রিক । ইমাম হাসান ,হোসাইন ,মুয়াবিয়া ইয়াজিদ এদের মধ্যে দিয়ে রাজ্ব তন্তের পতন হয় এবং গণতন্ত্রের অভ্যুত্থান হয় ।
পর্যায়ক্রমে পাল আমল , মৌর্য আমল, মুঘল আমল, মঙ্গোলীয় আমল, উসামিও সাম্রাজ্য , নেপোলিয়ন , হিটলার ,ইংরেজ ,পাকিস্তানি এবং বাংলাদেশ সবগুলো ধর্মকেন্দ্রিক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এর মাধ্যমে সমাজকে রাষ্ট্রকে অর্থনীতিকে করায়ত্ত করার নামই হল রাজনীতি। কিন্তু বর্তমানে আমরা কি দেখছি তার উল্টো নাস্তিক্যবাদের ভিরে আস্তিকদের টিকে থাকাই দায় শুধু মুখে সাম্রাজ্যবাদী সাম্যবাদী ধর্মনিরপেক্ষতার কথা বলাই ছাড়া আর কি এর থেকে প্রত্যেক ধর্মের মানুষকে বেরিয়ে আসতে হবে দেখতে হবে বুঝতে হবে জানতে হবে রাজনীতির মূল উদ্দেশ্য কি তাহলেই মানুষ হিসেবে মানুষের মঙ্গল চিন্তা করা সম্ভব।.
0 Comments