Bangladesh ranks 41st in the global economic index for its efforts to reduce inequality.
Bangladesh ranks 41st in the global economic index for its efforts to reduce inequality. And Bangladesh's position in power is 30th. In 2030, power will be reduced by two steps to 26th. In the next 50 years, the position of Bangladesh will come to power by 5 steps. 23. The economic condition of Bangladesh. Where is the end of the manipulation of rice, just as at the end of the Telesmati day with oil, a month ago, not only the low-income people but also many affluent families reached the level of navishbas and came to a tolerable level of government manipulation? In a democratic country, bureaucrats have been sowing seeds for ages and in today's time of independence, we don't know where to get rid of this thorn in our side. What else is this subjugated state that has afflicted us with the scourge of oppression without the justice of humanity?
বৈষম্য কমানোর চেষ্টা বৈশ্বিক অর্থনৈতিক সূচকে বাংলাদেশের অবস্থান এবং শক্ত ভিতের 41 তম. আর ক্ষমতায় বাংলাদেশের অবস্থান 30 তম আগামী 2030 সালে ক্ষমতায় দুই ধাপ কমে আসবে ২৮ ত ম। আগামী পঞ্চাশ সালে ৫ধাপ কমে বাংলাদেশের অবস্থান ক্ষমতায় আসবে 23. বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ধনী-দরিদ্রের বৈষম্য দিনদিন আকাশ-পাতাল থেকে গুরুতর অবস্থায় রয়েছে। যেমন তেল নিয়ে তেলেসমাতি দিন শেষে গত মাস খানেক আগে নিম্নআয়ের মানুষের শুধু নয় অনেক সচ্ছল পরিবারের নাভিশ্বাস পর্যায়ে পৌঁছে সরকারের কারসাজির এক পর্যায়ে একটু সহনীয় পর্যায়ে আসে ঠিক তেমনি চাল নিয়ে চালবাজি এর শেষ কোথায়? গণতান্ত্রিক দেশে আমলাতান্ত্রিক দের অভ্যুত্থান যুগে যুগে এসে বীজ বপন করে আজকের স্বাধীকার সময় এসে আমদের যেন গলার কাঁটা এর থেকে মুক্তি কোথায় জানি না, তবে আমাদের মত নিম্ন -মধ্যবিত্ত ,মধ্যবিত্ত আরো কিছু সচ্ছলদের দুর্নীতি রীতিনীতি বরণ করে টিকে থাকা ছাড়া আর কি, আমরা অসামঞ্জস্য সমাজের কীট বই ছাড়া আর কি, আমাদের সাথে মানবতা মানবিকতার ন্যায়-নিষ্ঠা ব্যতিরেকে জুলুমের কষাঘাতে জর্জরিত করেছে এই পরাধীন রাষ্ট্র আর কি?
0 Comments