Russia-Ukraine News !! 





Russia-Ukraine News !! One of the most talked about events of recent times is the war between Russia and Ukraine. In this war we do not have the ability to think directly or indirectly. However, since the war is one of the most talked about and criticized events, we look at the past history of the two countries. Russia was founded in 882 AD with the development of Apurba and the nation. The state is governed by Christianity. Divided by the Mars invasion from 1237 to 1240 AD, many people died. After many ups and downs, the Soviet Union was established from 1922 to 1991. At that time the 4th Republic was joined by the number one Russian Federal, the number two Ukrainian Socialist, the number three Belarusian Socialist, the number four Transcosia Federal. Russia can be called the father of the child. Separated from August 24, 1991, Ukraine began to walk on one foot, this is its path. Birth rate, size Population: Dominance The father has more power in all matters. There is no question of any fight between the father and the child. We want all the people of the world to go back to the peaceful environment before that. Our expectation is that this is the only wish of the people of the world. Earthlings !!!!!




রাশিয়া-ইউক্রেন সমাচার!! সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ঘটনাবলীর মধ্যে রাশিয়া ও ইউকেরীন  যুদ্ধ এই যুদ্ধে আমরা আপাতদৃষ্টিতে প্রত্যক্ষ-পরোক্ষ চিন্তা করার ক্ষমতা রাখি না. তবুও যেহেতু আলোচিত-সমালোচিত ঘটনাবলীর মধ্যে অন্যতম একটি যুদ্ধ সেহেতু আমরা দুই দেশের পূর্ব ইতিহাসের দিকে দৃষ্টি দিই।   রাশিয়ার অপূর্ব ও জাতির বিকাশের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয় 88 খ্রিস্টাব্দে। রাষ্ট্র 988 খ্রিস্টান ধর্মে পরিচালিত হয়. 1237 থেকে 1240 খ্রিস্টাব্দে মঙ্গলদের  আক্রমণে বিভক্ত হয় , অনেক লোক মারা যায়। এর মাঝে বহুৎ চড়াই-উৎরাই পার করে সোভিয়েত ইউনিয়ন 1922 থেকে হাজার 1991 সাল পর্যন্ত প্রতিষ্ঠিত হয়। সেই সময়ে 4 প্রজাতন্ত্রের যুক্ত হয় নাম্বার ওয়ান রুশ ফেডারেল দুই নাম্বার ইউক্রেনীয় সোশালিস্ট তিন নাম্বার বেলারুশ সোশালিস্ট 4 নাম্বার ট্রানস্ককসইয়  ফেডারেল।  রাশিয়াকে সন্তানের পিতা বলা যায় অর্থাৎ বাবার ছেলে। ১ হাজার 991 সালের 24 আগস্ট থেকে পৃথক হয়ে ইউক্রেনের এক পায়ে পথ হাঁটতে শুরু, এইতো তার পথ চলা। জন্মসূত্র, আয়তন জনসংখ্য্‌ আধিপত্য সকল কিছু বিচারে পিতার ক্ষমতা বেশি। বাবার সাথে সন্তানের কোনো মারামারিই  প্রশ্নই আসে না. আমরা পৃথিবীর আপামর জনসাধারণ চাই পূর্বে শান্তিপূর্ণ পরিবেশে ফিরে যান এটাই  চাই।  আমাদের প্রত্যাশা, পৃথিবীবাসীর এটাই একমাত্র চাওয়া। পৃথিবীবাসী!!!!!