প্রকৃতি Nature
আমি
গর্জে উঠেছি বৈশাখী গাম্ভীর্য গগন পানে চেয়ে
ভরা
যৌবন- জ্যৈষ্ঠে অরন্যের প্রকৃত টইটুম্বুর রুপটি দেখে
শীতল
হয়েছি , আষাঢ় গগন চিরে অশ্রু কান্না দেখে
আমি
শাওনের অঝোর ধারায় স্বীয় জনকে সিক্ত করেছি
ভরা
ভাদ্রে ,নীলাম্বরীর স্ব-শরীর দেখে নিজাকে রাঙিয়েছি
আর কি
না-
আশ্বিনে
বসুন্ধরায় পদ্মের বিচরন দেখে আবেগাপ্লুত
হয়েছি
এই
কার্তিকেই দুবলোর ডগায় মুক্তোদানার সাক্ষাত পেয়েছি
আমি
অগ্রানে প্রকৃত নাড়া -বীজের স্বাদ পেয়েছি
দেখেছি
নবান্ন -
আমি
পৌষে হিমবাহের চুইয়ে পড়া রস আস্বাদন করেছি
আর
মাঘঅ, পল্লীর কোলে সকল-সাজে তাপদাহের উৎসব দেখেছি
আমি
শুনেছি ফাগুনে আগুন লাগা শিমুল মনে কোকিলদের কুঞ্জরন
ভরা
চৈত্রে , পাতা ঝরা রোধে কাকডাকা এক পশলা বৃষ্টির
আবরণ
ভালোবাসার নিয়মটা এমনই, ছড়িয়ে দিলে ফিরে আসবেই। সেই বিশ্বাসে এগিয়ে চলা আপনাদের ভালোবাসা
আবু হানিফ
0 Comments