What is going to happen in Pakistan. Opposition groups called for a no-confidence motion against Pakistan's Prime Minister Imran Khan in parliament on Sunday. Meanwhile, Pakistan's Prime Minister Imran Khan said in a speech to the nation that the United States had sent a letter to the opposition to remove Imran Khan. US warns Pakistan will face crisis if Imran Khan is not ousted as PM In this context, Imran Khan said, it is necessary to learn from the past. Opposition parties have conspired with the United States to separate Bangladesh from Pakistan and Mir Jafar's conspiracy to assassinate Nawab Sirajuddaula. The Prime Minister called upon the people of Pakistan to prevent this from happening again.


পাকিস্থানে কি হতে চলেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধী সংগঠন আসছে রবিবার সংসদে অনাস্থা বিল পাস করে ক্ষমতাচ্যুত করার আহ্বান করেছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জাতির উদ্দেশে্্য দেওয়া এক ভাষণে বলেছেন যে , আমেরিকা একটা চিঠির মাধ্যমে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার চিঠি দিয়েছে ,বিরোধী দলীয় সংগঠনের কাছে। ইমরান খানকে প্রধানমন্ত্রী থেকে ক্ষমতাচ্যুত করতে না পারলে পাকিস্তান মহাসংকটে পড়বে বলে আমেরিকার হুঁশিয়ারি। এরই প্রেক্ষিতে ইমরান খান বলেছেন ,পূর্বের থেকে শিক্ষা নেওয়া দরকার।  পাকিস্তান থেকে বাংলাদেশকে পৃথক করা, মীরজাফরের ষড়যন্ত্র নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা সহ বহু অঘটন ঘটনা ঘটিয়েছে বিরোধীরা আমেরিকার সাথে ষড়যন্ত্র করে। এর পুনরাবৃত্তি  যাতে না ঘটে সে ক্ষেত্রে পাকিস্তানের জনগণের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান।