Things to do in Ramadan.

 





1. Seeing the moon of Ramadan, reciting Doa, ~~ Allahu Akbar Allahumma Ahil Allahu Alaina Bil Amali wa l Imani wal Islami wat tawfiqi lima tuhibbu wa tarda wa rabbukallah !!. God is great, O God, make the new moon rise with our security, faith, peace and Islam. . And give us what you love and so that you may be satisfied. GOD is your Lord and our Lord.

2. Getting ready for Tarabi

3. Setting the right time for Tahajjud and Sehri.

4. Adopting the right approach to business, maintaining a moderate environment in the job and workplace.

5. Maintaining the purity of fasting in spite of many hardships throughout the day, finally getting ready for iftar with the whole family with halal earnings.


মাহে রমজানে করণীয়।

 ১ রমজানের চাঁদ দেখে দোয়া পড়া,~~ আল্লাহু আকবার আল্লাহু্মা আহিললাহু আলাইনা বিল আমালি ওয়া ল  ঈমানী ওয়াল  ইসলামী ওয়াত তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা ওয়া  রাব্বুকাল্লাহ!!। আল্লাহ মহান, হে আল্লাহ নতুন চাঁদ কে আমাদের নিরাপত্তা , ঈমান , শান্তি  ও ইসলামের সঙ্গে উদয় করো। । আর তুমি যা ভালোবাসো এবং যাতে তুমি সন্তুষ্ট হও সেটাই আমাদের তৌফিক দাও।  আল্লাহ তোমাদের এবং আমাদের প্রতিপালক। 

২। তারাবির জন্য প্রস্তুতি নেওয়া  

৩। তাহাজ্জুদ ও সেহরির জন্য সঠিক সময় নির্ধারণ করা ফজরের পর নামাজের ফজরের নামাজের পর একটু রেস্ট করে দিনের কর্মসূচি ঠিক করা।

৪। ব্যবসায় সঠিক পন্থা অবলম্বন করা ,চাকরি এবং কর্মস্থলে মিতভাষী পরিবেশ বজায় রাখা।

৫। সারাদিন অনেক  অনেক কষ্টের পরও রোজার শুদ্ধতা ধরে রাখা ,পরিশেষে হালাল উপার্জন দিয়ে পরিবারের সকলের সাথে ইফতারির প্রস্তুতি গ্রহণ করা।