Considering the demand of consumers in the month of Ramadan, it has taken initiative to sell beef, milk, eggs at affordable prices. From April 3, the Ministry of Fisheries and Livestock will make arrangements for the marketing of the Department of Livestock at the initiative of the Ministry of Livestock to keep the supply of beef, mutton, milk and eggs active and maintain stability. Fisheries and Livestock Minister Rezaul Karim will inaugurate the program on Sunday, April 3 at the farm premises. Activities will be conducted in 10 places of Dhaka city capital. Respectively, Abdul Gani Road Golchattar, Rajpan Garden City, Mirpur 60 ft Road, Azimpur Maternity Home, Old Dhaka Nayabazar, Arambagh New Bazar, Mr. Rapur Kalshi and Jatrabari marketing system will continue till 28th Ramadan. Available in mobile marketing, liquid milk 60 rupees, beef 550 rupees, mutton 800 rupees, baller 200 rupees per kg, egg yolk 30 rupees.


রমজান মাসে ভোক্তার চাহিদা বিবেচনা করে গরুর গোশত, দুধ, ডিম, সুলভ মূল্যে বিক্রয় উদ্যোগ গ্রহণ করেছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আগামী 3 এপ্রিল হতে গরুর গোশত খাসির গোশত দুধ ডিম সরবরাহ সচল রাখতে এবং স্থিতিশীলতা বজায় রাখতে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাণিসম্পদ অধিদপ্তর এর বিপণন ব্যবস্থা করে যাবে। রোববার 3 এপ্রিল কৃষি খামার প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী রেজাউল করিম। ঢাকা শহর রাজধানীর ১০ স্থানে কার্যক্রম পরিচালিত হবে। যথাক্রমে,  আব্দুল গনি রোড গোলচত্ত র ,র্জা‌পান গার্ডেন সিটি , মিরপুর 60 ফিট রাস্তা , আজিমপুর মাতৃসদন , পুরান ঢাকা নয়াবাজার , আরামবাগ নতুন বাজার্ ,মি ।রপুর কালশী এবং যাত্রাবাড়ী বিপণন ব্যবস্থা চালু রাখবে 28 রমজান পর্যন্ত । ভ্রামমান বিপণনে পাওয়া যাবে  ,তরল দুধ 60 টাকা  ,গরুর গোস্ত 550 টাকা , খাসির গোশত 800 টাকা ,ব্যলার কেজি প্রতি 200 টাকা ,ডিম হালি 30 টাকা ।